ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী হাবিব নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী হাবিব নিহত

ফরিদপুর: ফরিদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী হাবিব (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অভিযানে থাকা সৈকত নামে গোয়েন্দা পুলিশ-ডিবির এক কনস্টেবল।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ১টি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাট জোড়া ব্রিজের নিচে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত হাবিব ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা। সে এই এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছোট ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, হাবিব ও তার লোকজন ডাকতির প্রস্তুতি নিচ্ছেন; এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ডিবি পুলিশের একটি দল তাকে আটক করতে ওই স্থানে গেলে পুলিশের ওপর হামলা চালায় হাবির ও তার সহযোগীরা। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত হোসেন নামে ডিবি পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হন।

আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাবিবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত হাবিব ডাকাতি, হত্যা, ধর্ষণ, মাদক, চাঁদাবাজিসহ ৯টি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে ৪টি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে। বাকিগুলো তদন্তাধীন। আহত ডিবি পুলিশ সদস্য সৈকত ফরিদপুর আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।