ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হোসনী দালান এলাকায় বোমা হামলায় আহত অর্ধশতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
হোসনী দালান এলাকায় বোমা হামলায় আহত অর্ধশতাধিক ফাইল ফটো

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালানের পাশে আশুরার মিছিলে শক্তিশালী চারটি বোমা হামলায় অর্ধশতাধিক আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অনেকে।

এদিকে, প্রাথমিকভাবে সানজু নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোসেনী দালানের ম্যানেজিং কমিটির সুপার এম এ ফিরোজ আহমেদ বাংলানিউজকে জানান, প্রায় লাখের মতো মানুষ এখানে তাজিয়া মিছিল নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময় ১টা ৪৫ থেকে ২টার মধ্যে পরপর চারটি বোমা বিস্ফোরণ হয়। এতে অনেক মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

তিনি জানান, চারদিক থেকেই ঢিল আকারে বোমা মেরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। অ্যাম্বুলেন্স ছাড়াও যে যেইভাবে পেরেছেন, আহতদের হাসপাতালে নিয়ে গেছেন।

এদিকে, ঘটনার পরপর স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাজি সেলিম ঘটনাস্থল ঘুরে দেখেন। তিনি হামলার নিন্দা জানান। দাবি করেন, দেশ অস্থিতিশীল করতেই এই বোমা হামলা ঘটানো হয়েছে।

ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-ব়্যাব ১০’র কোম্পানি কমান্ডার সিপিসি-২ মেজর কবির বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পুলিশসহ ব়্যাব ঘিরে ফেলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫, আপডেট ০৩৩২
এসজেএ/এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।