ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দেড় কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
দেড় কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক ফাইল ফটো

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ২১০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। আটক ওই ব্যক্তির নাম হরপ্রিত সিং (২৯)।



শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে থাইল্যান্ড এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভারতীয় এ নাগরিক শাহজালালে অবতরণ করেন। সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে স্বর্ণ পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা।

কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার বাংলানিউজকে জানান, আটক ওই ভারতীয় নাগরিক থাই এয়ারওয়েজের একটি প্লেনে (পিজি-৭৪৫) শাহজালালে অবতরণ করেন। নামার সঙ্গে সঙ্গে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রিভেনটিভ টিম তল্লাশি চালায়। এ সময় তার জুতার ভেতর থেকে ১ কেজি ২১০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসি শহীদুজ্জামান।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।