মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় আজিজুল ইসলাম (৪৫) নামে এক মাচ চাষিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেবীপুরের পুকুরপাড়ার একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আজিজুল হক দেবীপুর গ্রামের বাসিন্দা।
নিহত আজিজুল ইসলামের ছেলে কাউছার আলী বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো তার বাবা পুকুরপাড়ায় তাদের লিজ নেওয়া পুকুর পাহারা দিতে যান। ভোরে স্থানীয় কৃষকরা তার গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, নিহত আজিজুল ইসলাম এক সময় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। প্রায় ১০ বছর আগে তিনি বিদেশে যান। বিদেশ থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করে আসছিলেন। তার এক ছেলে এখনও বিদেশে রয়েছেন।
কি কারণে আজিজুলকে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছেনা। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫/আপডেটেড: ১০৩৬
আরএ/এমজেড