ঢাকা: যারা দেশকে অস্থিতিশীল করতে চান তারাই এই বোমা হামলা চালিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজি মোহাম্মদ সেলিম।
শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানে বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
‘এটি একটি ন্যাক্কারজনক ঘটনা’ মন্তব্য করে স্থানীয় এই এমপি বলেন, হামলাকারীরা দেশের স্বাধীনতাবিরোধী শক্তি। হাজি সেলিম বলেন, দেশকে অস্থিতিশীল করতে চান যারা, তারাই শোকের এই মহররমের তাজিয়া মিছিলে বোমা হামলা করেছেন।
হিন্দু ধর্মের শারদীয় দুর্গাপূজায় হামলা চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েই মুসলমানদের এই ধর্মীয় শোকের দিনে হামলা করা হলো বলেও মন্তব্য করেন তিনি।
‘মূলত সারাবিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করতে এ হামলা চালানো হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে’।
এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রাজধানীর পুরান ঢাকায় হোসেনী দালানের মূল ফটকের ভেতর থেকে পবিত্র মহররম উপলক্ষে তাজিয়া মিছিল বের হওয়ার সময় ৪টি শক্তিশালী বোমা বিস্ফোরণে অর্ধশতাধিক আহত হন। এ ঘটনায় একজন কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ৪৫ মিনিটে হোসেনী দালানের মূল ফটকের ভেতর থেকে মিছিল বের হওয়ার সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসজেএ/আইএ
** হোসেনী দালান এলাকায় বোমা হামলায় আহত অর্ধশতাধিক