ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দেশের শিয়া অধ্যুষিত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
দেশের শিয়া অধ্যুষিত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হোসেনী দালানে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে অতিরিক্ত চেকিং পয়েন্ট।

দ্রুত সময়ের মধ্যে পুলিশের টহল টিমও নেমে গেছে সারা ঢাকায়। বিশেষ করে মোহাম্মদপুর ও সারাদেশে শিয়াদের নিরাপত্তায় বাড়তি পুলিশ-র‌্যাব মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিন বলেন, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যাতে দুর্বৃত্তরা কোনো হামলা চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ট তৎপর। তবে এই ঘটনা ঘটে যাওয়ায় আরও তৎপরতা বাড়ানো হলো।

রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া পুলিশের পাশাপাশি থাকছে সাদা পোশাকের পুলিশ। সেই সঙ্গে প্রতিটি মোড়ে মোড়ে সন্দেহভাজনদের তল্লাশি শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।