ঢাকা: ‘জঙ্গি হামলা কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানে বোমা বিস্ফোরণের স্থান পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান।
তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটানো হয়েছে। সার্বিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই পবিত্র মহররমের এই মিছিলে হামলা করা হলো।
এটি কোনো জঙ্গিবাদি হামলা কিনা, জানতে চাইলে সাংবাদিকেদের তিনি বলেন, জঙ্গি হামলা কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এর মূল উদ্দেশ্য সম্পর্কে বলা যাবে।
ঘটনাস্থলে অবিস্ফোরিত অবস্থায় ২টি বোমা পাওয়া গেছে। আশেপাশে আরও কোথাও বোমা আছে কিনা এ জন্য র্যাবের একটি টিম মাঠে নেমেছে। ঘটনাস্থলের প্রতিটি জায়গাতেই ভালোভাবে তল্লাশি চালানো হচ্ছে। এতে রয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াড ডলার ও ব্রুজ।
হামলাকারীরা কী ধরনের ক্ষমতা সম্পন্ন ছিলো বলে ধারণা করছেন, এ বিষয়ে জানতে চাইলে র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেন, এখানে বিস্ফোরিত বোমাগুলো ককটেলের থেকেও শক্তিশালী। এগুলো ‘লোকাল মেইড হ্যান্ড গ্রেনেট’।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসজেএ/আইএ