ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনী দালানে বোমা হামলা

আরও একজনের অবস্থা আশঙ্কাজনক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরও একজনের অবস্থা আশঙ্কাজনক ছবি: দীপু মালাকার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর হোসেনী দালান এলাকায় বোমা হামলায় আহতদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।



এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালানের পাশে আশুরার তাজিয়া মিছিলে শক্তিশালী চারটি হাত বোমার বিস্ফোরণে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হন।

ঢামেকের চিকিৎসক জুয়েল জানান, আহতদের মধ্যে জামালের (৫০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রাখা হয়েছে। তার ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আশংকামুক্তরা হলেন, জলিল (২৫), সানোয়ার (৬৩), নূর হোসেন (৫৫), আয়শা (৫০), রিনা খাতুন (৩৮), রুনা (৩০)। তারা বাড়ি ফিরে যেতে পারবেন।

এর আগে এ হামলায় মারা যায় সানজু নামে ১৫ বছরের এক কিশোর।

এ ব্যাপারে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ব়্যাব-১০) কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর কবির বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পুলিশসহ ব়্যাব ঘিরে ফেলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসএম/আরএইচএস/আরআই

** স্বাধীনতাবিরোধীরাই এই হামলা চালিয়েছে
** হোসেনী দালান এলাকায় বোমা হামলায় আহত অর্ধশতাধিক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।