ঝিনাইদহ: ঝিনাইদহ আব্দুল আজিজ মণ্ডল (৪৫) নামে এক কৃষককে চোখ উপড়িয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কাশিমপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আব্দুল আজিজ কাশিমপুর গ্রামের আইজুদ্দিন মণ্ডলের ছেলে।
পদ্মাকর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিকাশ কুমার বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে গরু কেনার জন্য বাড়ি থেকে বের হন আব্দুল আজিজ। এর পর আর বাড়ি ফেরেন নি তিনি।
শনিবার সকালে কাশিমপুর গ্রামের স্থানীয় হাতেম মুন্সির কাঁঠাল বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড