ঢাকা: শুক্রবার (২৪ অক্টোবর) গভীররাতে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালানে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর সকালে ফের প্রস্তুতি শেষে পবিত্র আশুরার তাজিয়া মিছিল বের হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে দালানের সব গেট খুলে দেওয়া হয়।
হোসেনী দালানের ম্যানেজিং কমিটির সুপার এম এ ফিরোজ আহমেদ মিছিলের নেতৃত্বে রয়েছেন। তিনি জানান, বোমা বিস্ফোরণের পরও মিছিল শুরু হয়েছে। তবে আগের তুলনায় লোকজন কিছুটা কমেছে।
তিনি জানান, মিছিলটি লালবাগ, আজিমপুর, মোহাম্মাদপুরে গিয়ে শেষ হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে সেখানে আশুরার মিছিলে শক্তিশালী চারটি বোমা হামলায় অর্ধশতাধিক আহত হয়েছেন। নিহত হন সানজু নামে একজন। এদিকে, ঘটনার পরপর স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাজি সেলিম ঘটনাস্থল ঘুরে দেখেন। তিনি হামলার নিন্দা জানান। দাবি করেন, দেশ অস্থিতিশীল করতেই এই বোমা হামলা ঘটানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এনএ/আইএ
** হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল কিছুক্ষণের মধ্যেই