মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় আরব লস্কর (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরব লস্কর গঙ্গারামপুর গ্রামের ওয়াজেদ লস্করের ছেলে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গঙ্গারামপুর গ্রামের মাকসুদুল আলম ডলার ও ফরিদুল ইসলামের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে, সকালে ডলার গ্রুপের সদস্য আরব লস্করকে একা পেয়ে সড়কি দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ ফরিদ হোসেনের লোকজন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে সকাল ৯টার দিকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে হলে দায়িত্বরত চিকিৎসক মোহাইমিনুল হক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড