গাজীপুর: কোনাবাড়ি এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া এলাকায় একটি গোরস্তানে আম গাছে ঝুলন্ত অবস্থায় এক নারীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নারীটি গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেএফ/