ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনী দালানে বোমা হামলায় ঢামেকে চিকিৎসাধীন ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
হোসেনী দালানে বোমা হামলায় ঢামেকে চিকিৎসাধীন ১১ ছবি : দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালানে আশুরার মিছিলের প্রস্তুতিকালে শক্তিশালী চারটি বোমা হামলায় সাজ্জাত হোসেন সানজু (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক।

আহতদের বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে গেলেও তাদের ১১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাত হোসেন পুরান ঢাকার আরমানিটোলা বাবু বাজারের নাসিরুদ্দিনের ছেলে। সে চড়াইল হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সে কেরানীগঞ্জ হাবিব নগরে বসবাস করতেন।

নিহতের বড় ভাই রাশেদ বাংলানিউজকে বলেন, আমার স্ত্রী সুমি, মেয়ে স্নেহা, ছেলে সিহাব ও আমার শাশুড়ি আয়েশা বেগমকে নিয়ে কেরানীগঞ্জ থেকে রাত সাড়ে এগারোট‍ার সময় কাদিয়ানি মিছিলে আসি। আনুমানিক মধ্য রাতে হোসেনী দালানের পাশে মিছিলের জন্য লাইন ধরার প্রস্তুতি নিচ্ছিলাম উপস্থিত সবাই। ঠিক সেই সময় পরপর চারটি বিকট শব্দ শোনা যায়। সাথে সাথে ছুটোছুটি শুরু হয় সবার মধ্যে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমি ও পরিবারের অন্যান্য সদস্যরা কিছুটা আহত হয়েছি। আমার ভাই সাজ্জাদ ও শাশুড়ি আয়েশা বেগম গুরুতর আহত হন। চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এলে সাজ্জাত মারা যায়। বর্তমানে আমার শাশুড়ি ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসার পর বাড়ি চলে গেছে।

এদিকে ঢামেকে জরুরি বিভাগের টিকিট কাউন্টারের ইনচার্জ আব্দুল বাতেন বাংলানিউজকে জানিয়েছেন, শুক্রবার রাতের ঘটনায় সরকারিভাবে মোট ৫৪ জনকে টিকিট দেওয়া হয়েছে। এর মধ্যে ভর্তি আছেন ১১ জন। বাকিরা প্রাথমিক চিকিৎসার নিয়ে চলে গেছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, গতকাল টিকিট ছাড়াও অনেকেই চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে জামাল মিয়া নামে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৫
এজেডএস/জেডএফ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।