ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় নছিমন দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
শৈলকুপায় নছিমন দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর  ইউনিয়নের চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় রোকন হোসেন (২০) নামে এক নছিমন ড্রাইভার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।



মঙ্গবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকন হোসেন হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নছিমনটি ভাটই বাজার থেকে শৈলকুপার দিকে যাচ্ছিলো। এসময় চাঁদপুর পৌঁছালে নছিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রোকন হোসেন নিহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।