ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তিন দেশের এভারেস্ট জয়ীদের বিইউ’র সংবর্ধনা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
তিন দেশের এভারেস্ট জয়ীদের বিইউ’র সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম, ভারতের প্রথম জয়ী বাঙালি দেবাশীষ বিশ্বাস এবং নেপালের প্রথম নারী বিজয়ী ও সেভেন সামিট জয়ী সুস্মিতা মাসকিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি।
 
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ সংবর্ধনা দেওয়া হয়।


 
সংবর্ধনা অনুষ্ঠানে মুসা ইব্রাহিম, দেবাশীষ ও সুস্মিতা জানান, বড় হওয়ার জন্য স্বপ্ন ও আত্মবিশ্বাসই সবার আগে।
 
মুষা ইব্রাহিম বলেন, অ্যাডভেঞ্চার আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। আমি সেই দিনের অপেক্ষায় যেদিন বাংলাদেশ থেকে বাবা তার ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে এভারেস্ট বিজয়ে যাবেন।

আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে পর্বত বিজয়ের জন্য তৈরি করার আহ্বান জানান মুসা।

দেবাশীষ বলেন, বিজয়ী হতে হলে, বড় হতে হলে আগে নিজেকে নিজের শীর্ষ চূড়ায় ওঠার স্বপ্ন দেখতে হবে। এরপর নিজেকে তৈরি করতে হবে ধীরে ধীরে।
 
পাশাপাশি সুস্মিতা মাসকি বড় ও বিজয়ী হওয়ার আত্মবিশ্বাসের সঙ্গে স্বপ্ন দেখার কথা জানান।

তিনি বলেন, যখন বিশ্বাস করবেন আপনি হিরো, তখনই হিরো হতে পারবেন।
 
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিজয়ীদের অভিনন্দন জানান।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর, বোর্ড অব ট্রাস্টির সদস্য স্থপতি ইকবাল হাবিব।

অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান।
 
সংবর্ধনা অনুষ্ঠানে তিন বিজয়ী তাদের পর্বতারোহণের ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেন।
 
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএমএ/আরইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।