ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে অবৈধ প্রবেশের দায়ে ৪ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
ভারতে অবৈধ প্রবেশের দায়ে ৪ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ভারত সীমান্ত গলে অবৈধভাবে প্রবেশের দায়ে মাদকদ্রব্যসহ চার অজ্ঞাত পরিচয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্পের গোয়েন্দা দল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস.এম. মনিরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।



এদিন আনুমানিক বিকাল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর এলাকার প্রধান খুঁটি ৮৭ হতে প্রায় ১শ গজ ভারতের অভ্যন্তরে চাকুলিয়া নদীর পাড়ের কাছ থেকে তাদের আটক করা হয়।

পরবর্তীতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে বিএসএফ চার বাংলাদেশি নাগরিকের মাদকদ্রব্যসহ আটকের বিষয়টি জানায়।

বিজিবি পরিচালক আরও জানান, আটক নাগরিকদের ফিরিয়ে আনার ব্যাপারে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।