ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শাকিব (৭) নামে এক শিশু মৃত্যুর পর মৃত্যু সনদ লেখার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
শিশুটির মা রাবেয়া খাতুন জানান, শরিয়তপুরের জাজিরা থানার গোপালপুর গ্রাম থেকে গত ১৯ অক্টোবর শাকিবকে ঢামেকের ম্যাকজিলো ও ফেসিয়াল সার্জারি বিভাগে ভর্তি করা হয়। অধ্যাপক রুহুল আমিনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিলো।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাকিবের মাড়ির হাড়ের অপারেশন চলে। এরপর তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি করা হয়।
বিকেল ৩টার দিকে শাকিব খিঁচুনি দিতে শুরু করে। এ অবস্থায় অনেক খুঁজেও কোনো ডাক্তারকে পাওয়া যায়নি। অধ্যাপক রুহুল আমিনেরও কোনো খোঁজ মেলেনি বলে রাবেয়ার অভিযোগ।
রাবেয়া আরও অভিযোগ করে বলেন, এরপর জানতে পারি সন্ধ্যা ৬টার দিকে শাকিবের মৃত্যু হয়েছে। এটিও আমাকে জানানো হয়নি। আমি অনেক খোঁজখবর করে জেনেছি। এরপর মৃত্যু সনদ নেওয়ার জন্য রাত ৯টা পর্যন্ত ওই চিকিৎসককে পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী, মৃত্যু সনদ ছাড়া বডি নিয়ে যাওয়া যায় না।
এরপর বিষয়টি ঢামেকের অ্যাসিট্যান্ট ডিরেক্টর (প্রশাসন) খাজা আবদুল গফুরের নজরে আনা হলে, তার নির্দেশে জরুরি বিভাগের এক মেডিকেল অফিসার রাত সাড়ে ৯টায় মৃত্যু সনদ দেন।
এ বিষয়ে অধ্যাপক রুহুল আমিন বলেন, আমার অপারেশন সাকসেসফুল হয়েছে। এরপর বাকি দায়িত্ব পোস্ট অপারেটিভ বিভাগের। আর ম্যাকজিলো ও ফেসিয়াল সার্জারি বিভাগে চিকিৎসক সঙ্কট রয়েছে। তারপরও আমরা মৃত্যু সনদ দেওয়ার জন্য চিকিৎসক পাঠাচ্ছিলাম।
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এডেজএস/এসএস