মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে ইয়াবাসহ বিল্লাল ঢালী (২১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদারীপুর ডিবি পুলিশ।
বিল্লাল পূর্বসরমঙ্গল গ্রামের নুরুজ্জামান ঢালীর ছেলে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধায় তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সুত্র জানায়, টেকেরহাট বন্দরের মিল্কভিটা রোডে বিসমিল্লাহ ডেকোরেটরের সামনে ইয়াবা কেনা বেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১শ পিস ইয়াবাসহ বিল্লাল ঢালীকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস