ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় প্রেসক্লাবের সমাপনী অনুষ্ঠান বুধবার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জাতীয় প্রেসক্লাবের সমাপনী অনুষ্ঠান বুধবার

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান হবে বুধবার (২৮ অক্টোবর)। চলতি মাসের প্রথমার্ধে ক্লাব সদস্য পরিবারদের লুডু, মিউজিক্যাল চেয়ার, শিশুদের খেলার নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



শিশুদের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৭ অক্টোবর। ২০ অক্টোবর সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। কিন্তু দুর্গাপূজার কারণে তা পিছিয়ে ২৮ অক্টোবর ঠিক করা হয়।

বুধবার সকাল ৬টায় সদস্য ও তাদের স্ত্রীদের ম্যারাথন দৌড় দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। ম্যারাথন শেষে সকাল ৮টায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এবার প্রথমবারের মতো ক্লাবে মেজবানের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে ক্লাবে আকর্ষণীয় আলোকসজ্জা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কাটা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। তারপর দেশের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। এরই সঙ্গে চলবে নৈশভোজ।

নৃত্য-গীত ও নৈশভোজ শেষে ৠাফেল ড্র দিয়ে শেষ হবে এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।