মেহেরপুর: তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে গাংনীর কুমারীডাঙ্গা ফাঁড়ি পুলিশ।
গ্রেফতাররা হলেন, এ উপজেলার বাওট গ্রামের ফাকের আলীর ছেলে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি দুলাল হোসেন (৫২) ও ছাতিয়ান গ্রামের আছাল উদ্দীনের ছেলে আদালতের পরোয়ানাভুক্ত মাজহারুল ইসলাম রতন (৩৫)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টায় কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুফল কুমার ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
সুফল কুমার বাংলানিউজকে জানান, আটক দুলাল হোসেন জিআর ২৯/০৭ নং মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস