ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ৪৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে দুই লাখ ৭৫ হাজার টাকার চেক বিরতণ করেছে জেলা পরিষদ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক মুহা. সাদেক কুরাইশী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
২০০১৫-১৬ অর্থ বছরে জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন থেকে এ চেক দেওয়া হয়। এ জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন। তাদের পড়াশুনা আরও গতিশীল করতে এ অর্থ দেওয়া হয়েছে বলে জানান আবু তাহের।
বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস