খাগড়াছড়ি: বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উৎসবের নগরে পরিণত হয়েছে খাগড়াছড়ি। দিনভর বিহারে বিহারে চলে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।
দীর্ঘ তিন মাসের বর্ষাবাস (উপোস) শেষে পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান ও ধর্ম দেশনা দেওয়া হয়। সন্ধ্যায় বিহারগুলোতে ওড়ানো হয় ফানুস।
প্রচলিত রয়েছে, বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ আশ্বিনী পূর্নিমায় তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। তাই আশ্বিনী পূর্নিমার তিথিতে আকাশে ওড়ানো হয় ফানুস বাতি। ফানুস উড়িয়ে বৌদ্ধকে স্মরণ ও সবার মঙ্গল কামনা করা হয়।
বিগত বছরের মতো এবারও বিহারগুলো থেকে রঙ-বেরঙের শত শত ফানুস বাতি ওড়ানো হয়। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরাই নয়, অন্য জাতিগোষ্ঠীর নারী-পুরুষ পর্যটকরা এ উৎসব উপভোগ করেন।
মঙ্গলবার চাকমা ও বাঙালি বড়ুয়া সম্প্রদায়ের মানুষ ব্যাপক ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে। তবে একই ধর্মাবলম্বী হলেও অনেকটা ব্যতিক্রমীভাবে মারমা জনগোষ্ঠীর মানুষ বুধবার ওয়া বা ওয়াগ্যো প্যোয় উৎসব পালন করবে।
হাজার ফুল দিয়ে বুদ্ধপূজা ও সাধ্যমতো ভান্তেকে ছোয়াইং (খাদ্য) দেওয়া মারমা জনগোষ্ঠীর ঐতিহ্য। এদিন বিহারগুলোতে বিশেষ প্রার্থনা, নদীতে নৌকা ভাসানো, হাজার বাতি প্রজ্জ্বলন ও ফানুস বাতি উড়িয়ে প্রদীপ পূজা করা হবে।
বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস