নওগাঁ: নওগাঁয় ফায়সাল উদ্দিন মাহফুজ (৩৮) নামে এক ভুয়া চিকিৎসককে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত ফায়সাল উদ্দিন মাহফুজ জেলার বদলগাছী উপজেলার জগদিশপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালত রায় দেন রাত ৮ টায়। আদালতের বিচারক ছিলেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা।
নওগাঁর সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন জানান, দীর্ঘ দিন ধরে ফায়সাল উদ্দিন মাহফুজ নওগাঁ শহরের কমপ্যাথ ও ল্যাব এইড নামে দু’টি বেসরকারি ক্লিনিকে এমবিবিএস ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে রোগীর ব্যবস্থাপত্র দিয়ে আসছেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে স্থানীয় এনএসআই সদস্যরা সন্ধ্যায় অভিযান চালিয়ে ল্যাব এইড ক্লিনিকের সামনে থেকে আটক তাকে করে সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে আসেন।
তিনি জানান, সিভিল সার্জন কার্যালয়ে ফায়সাল উদ্দিন মাহফুজের পেশাগত যোগ্যতার কাগজপত্র যাচাই করে ভুয়া প্রমাণিত হলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদলতে জাল সনদ ব্যবহারের কথা স্বীকার করলে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।
রাতেই দণ্ডাদেশপ্রাপ্ত মাহফুজকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস