ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে আহত ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
নাইক্ষ্যংছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে আহত ২২

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২২ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জমখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহতদের মধ্যে জাফর আলম (৩৬), মায়েচিং মার্মা (২৮), মেমাং মার্মা (৩৫), দা অং মার্মা (৪০), উচিং মার্মা (২০), মং হাই মার্মা (২৫), হ্লাচিং মে মার্মা (১৫), অংকিউ মার্মা (৫০), আবদুল মজিদ (৪৫), উহ্লাচিং মার্মা (১২), ক্যাচিংমে মার্মা (২৫), মাকিউ মার্মা (৫৫) এর পরিচয় জানা গেছে।

তাদের মধ্যে জাফর আলম ছালামীপাড়া ও অন্যরা সোনাইছড়ি ইউনিয়নের জোমখোলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাইক্ষ্যংছড়ির জোমখোলা এলাকার ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপজেলা সদরে কেনাকাটা করতে যান। সন্ধ্যায় কেনাকাটা শেষে গ্রামে ফেরার পথে সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকায় পৌঁছলে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ১শ ফুট নিচে পাশের খাদে পড়ে যায়।

এসময় গাড়িতে থাকা নারী-শিশু সহ ২২ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাজী সোলতান আহমদ বাংলানিউজকে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।