ঢাকা: ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত তামজিদ আহমেদ রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি তাবেলা হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
গত রোববার (২৫ অক্টোবর) ডিবি কার্যালয়ে তিনি একজন ম্যাজিস্ট্রেটের কাছে এ জবানবন্দি দেন বলে মঙ্গলবার (২৭ অক্টোবর) একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, ঘটনার দিন ২৮ সেপ্টেম্বর রুবেল কালা রাসেলের মোটর সাইকেলে চেপে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে যান। রাসেল তাবেলাকে চিনিয়ে দেন। তাবেলা হেঁটে হেঁটে আসছিলেন। মোটরসাইকেলের কাছে আসতেই তাবেলাকে পরপর চারটি গুলি করেন রুবেল।
ঘটনার আগে, রাজধানীর কসাইগলির ভাংগারি সোহেলের কাছ থেকে রুবেল পিস্তল সংগ্রহ করেন। পিস্তল এনে কালা রাসেলের কাছে জমা দেন বলে রুবেল স্বীকার করেন।
এর আগে, ইয়াবা বিক্রি সংক্রান্ত বিষয়ে কালা রাসেল রুবেলের কাছে বেশকিছু টাকা পেতেন। এ নিয়ে তিনি বেশ পেরেশানিতে ছিলেন বলে জবানবন্দিতে জানিয়েছেন।
সূত্র আরও জানায়, ঘটনার দিন কালা রাসেলের বাসার নিচে দু’জন লোক তাদের পুরো পরিকল্পনা বুঝিয়ে দেন। এর মধ্যে একজন চাকতি রাসেল। কালা রাসেল রুবেলকে কীভাবে গুলি করতে হবে কয়েকবার দেখিয়ে দেন। কাজটি করতে পারলে কালা রাসেলের পাওনা টাকা মাফ ও উপরন্তু আরও কিছু টাকা রুবেল পাবেন বলে চাকতি রাসেল জানান।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।
বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জেএফ/এসএস
**এরাই সেই ‘বড় ভাই’!
** ‘কথিত বড় ভাইয়ের নির্দেশে তাবেলা হত্যাকাণ্ড’
**তাবেলা সিজারের ‘খুনিরা’ আদালতে
** ‘দুই বিদেশি হত্যাকাণ্ডে রাজনীতিবিদরা জড়িত’