ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রশাসনে আরো পুনর্বিন্যাস

এস এম আববাস, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
প্রশাসনে আরো পুনর্বিন্যাস

ঢাকা: মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক নিয়োগের পর ভূমি সচিব মোহাম্মদ শফিউল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এ ধারাবাহিকতায় এবার নিয়োগ দিতে হবে ভূমি সচিব পদে।



অন্যদিকে চলতি অক্টোবর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত আরো ৮ জন সচিব অবসরে যাবেন। এ কারণে প্রশাসনের উর্ধ্বতন পর্যায়ে আরো পুনর্বিন্যাস আসছে শিগগিরই।    

রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে জনপ্রশাসন মন্ত্রণালয় তিন বছরের চুক্তিতে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক নিয়োগ করা হয়। তার অবসরে যাওয়ার কথা ছিল আগামী ১৪ ডিসেম্বর। সে কারণে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে এক মাস ১৪ দিনের লিয়েন এবং অবসরোত্তর ছুটি বাতিল করে সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করা হয়। ভূইঞা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব পদমর্যাদায় বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পান।   
 
এদিকে গত ৮ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. সেলীনা আফরোজা অবসরে গেছেন। ওই পদে গত ১১ অক্টোবর নিয়োগ দেওয়া হয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাকসুদুল হাসান খানকে। আর একইদিন দুদকের মহাপরিচালক আবু মো. মোস্তফা কামালকে ভারপ্রাপ্ত সচিব করে দুদকের দায়িত্ব দেওয়া হয়।
 
স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের গত ১৯ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল। তাকে তার অবসরোত্তর ছুটি বাতিল করে গত ১৫ অক্টোবর একই মন্ত্রণালয়ে তিন বছরের চুক্তিতে সচিব পদে নিয়োগ করা হয়।
 
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর প্রাইভেটাইজন কমিশনের সদস্য পরীক্ষিত দত্ত চৌধুরী অবসরে যান। সচিব মর্যাদার এ পদে  এখনও নাগাদ কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। আর আগামী ৩১ অক্টোবর অবসরে যাবেন শাহজাহান আলী মোল্লা।
 
এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান অবসরে যাবেন আগামী ২০ নভেম্বর। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী এবং শিক্ষা সচিব নজরুল ইসলাম খান অবসরে যাবেন আগামী ৩০ নভেম্বর।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত আব্দুল মান্নান হাওলাদার অবসরে যাবেন আগামী ৪ ডিসেম্বর। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. নজরুল ইসলাম অবসরে যাবেন আগামী ১৪ ডিসেম্বর।
 
চলতি অক্টোবর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত ১১ সচিবের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্যসচিবের অবসরের কারণে প্রশাসনে পুনর্বিন্যাস শুরু হয়। আরো ৮ সচিব অবসরে গেলে তাদের বিপরীতে নিয়োগ দিতে হবে এসব পদে।
 
প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে ওই ৮ পদেও সচিব নিয়োগ করতে হবে। এছাড়া ডিসেম্বরের পরেও অবসরে যাচ্ছেন আরো কয়েকজন সচিব।
 
বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা. অক্টোবর ২৮, ২০১৫
এসএমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।