মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ১নং কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হচ্ছেন- প্রয়াত চেয়ারম্যান কাবুল হোসেনের ছেলে সিহাব উদ্দীন (দু’পাতা বা কচিপাতা), বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সেনা সদস্য জিয়াদ আলী (অটোরিকশা), কৃষকলীগ নেতা আতিয়ার রহমান (টেবিল ফ্যান), ব্যবসায়ী আরশেদ আলী (ফ্রিজ) ও মিজানুর রহমান রানা (তালগাছ)।
নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে নির্বাচনী ব্যালট পেপার, বাক্সসহ সব ধরনের সরঞ্জাম কোন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।
গাংনী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কাথুলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫শ ৫৩ জন। এর মধ্যে সাত হাজার ৫শ ৫৯ জন পুরুষ ও সাত হাজার ৯শ ৯৪ জন মহিলা ভোটার।
নতুন তালিকায় কিছু সংখ্যক ভোটার বেড়েছে। ৯টি কেন্দ্রে এ ভোট নেওয়া হবে।
আইন-শৃংখলা রক্ষা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের দেওয়া তালিকানুযায়ী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া, খাসমহল, মাইলমারী, নওপাড়া ও লক্ষ্মীনারায়ণপুর ধলা ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।
এ ইউনিয়নের চেয়ারম্যান কাবুল হোসেন অসুস্থতার কারণে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষিত হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস