ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে শ্বাসরোধে শিশু হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
টঙ্গীতে শ্বাসরোধে শিশু হত্যার অভিযোগ

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর খরতল এলাকায় ইয়াসমিন (৯) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ইয়াসমিন ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে।

সে স্থানীয় মনসুর আলী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাতে ঘটনাটি ঘটে।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে নিহত ইয়াসমিনের বাবা-মা কাজ শেষে বাড়ি ফিরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে রাত ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। সেখান থেকে ওই শিশুর মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিকুর রহমান বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

দুর্বৃত্তরা ইয়াসমিনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিদ্দিকুর রহমান খরতল এলাকায় মনসুর আলী মাতব্বরের বাড়িতে সপরিবারে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।