ঢাকা: ওয়েব সাইট হ্যাক করে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার আবদুল্লাহ আল ফাহাদের ভার্চুয়াল জগতে নানা ধরনের নোংরামি ও অপরাধমূলক তৎপরতার তথ্য জানা গেছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, একাধিক ব্লগে বিভিন্ন নামে নিজের অ্যাকাউন্ট খুলে এসব অপতৎরতা চালাতো সে।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের ইন্টলিজেন্স শাখা জানায়, সুনির্দিষ্ট কিছু অপরাধের প্রমাণের ভিত্তিতেই ফাহাদকে আটক করা হয়েছে। তাতে দেখা গেছে বিশেষ কোড ব্যবহার করে কম্পিউটারে পর্ন ছড়িয়ে দিত আবদুল্লাহ আল ফাহাদ।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি’র কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ ফাহাদ- ফাহাদ জাস্টিন, গ্লেন ম্যাক্সওয়েল, হোসনে মোবারক এমন সব ছদ্মনামে একাধিক ব্লগের সদস্য হয়ে এই অপতৎপরতা ছড়াত।
একটি ব্লগে রেজাউল করিম, তাসমির খান ও আবদুল্লাহ ফাহাদ নামে তিনটি ভিন্ন অ্যাকাউন্টও তিনি নিজেই পরিচালনা করত।
মাস চারেক আগে আবদুল্লাহ ফাহাদ গ্লেন ম্যাক্সওয়েল ছদ্মনামে একটি ব্লগপোস্ট দেয় যাতে সে কিভাবে গ্রামীণ ফোনকে ফাঁকি দিয়ে বিনা খরচে ইন্টারনেট ব্যাবহার করা যাবে তার একটি কোড প্রকাশ করে। অনেকেই লোভে পড়ে ওই কোড নিজ নিজ পিসিতে ইনস্টল দিলে বিপদে পড়েন।
র্যাব জানায় ওই ব্লগ থেকে পোস্টগুলো যাচাই করে দেখা গেছে শতাধিক ব্যক্তি আবদুল্লাহ ফাহাদের ওই ফঁাদে পা দিয়ে ফেসে যান। তাদের কারো কম্পিউটারের ড্যাটা মুছে যায় আবার কারো কারো কম্পিউটারে পর্ন সাইট ঢুকে পড়ে।
হোসনে মোবারক নামের একটি অ্যাকাউন্ট থেকে ওই কোড ছড়ালেও পরে নিজেই আবদুল্লাহ ফাহাদ পরিচয় দিয়ে অন্য ব্লগারদের হুমকি ধমকি দিতে থাকে সে।
আবদুল্লাহ ফাহাদের দেওয়া ওই কোড ব্যবহার করে কম্পিউটার বিষয়ক অনেক ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানও ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এমনই একজন ভুক্তভোগী জানান, ফাহাদের পোস্ট দেখে লোভে পড়ে তিনি নিজের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পিসিতে তা ইনস্টল করেন। এতে তার কম্পিউটারগুলো খুললেই পর্ন সাইট চলে আসতে শুরু করে। যা ওই ব্যক্তিকে বিব্রতকর অবস্থায় ফেলে ও ব্যবসার ক্ষতি হয়।
এছাড়াও কারো কারো পিসি লক্ড হয়ে যায়, কারো ড্যাটা ক্র্যাশ করে। এহেন নানা অভিযোগ যখন আসতে থাকে তখনই হোসনে মোবারক নামে আরেকটি অ্যাকাউন্ট থেকে নিজেকে আব্দুল্লাহ ফাহাদ বলে পরিচয় দেয় এবং sawme@openmailbox.org এই ই-মেইল ঠিকানা দিয়ে সমস্যা সমাধানের পথ বাতলে দেওয়ার অফার দেন। আর সে জন্য ব্যক্তিগত মেইলে অর্থ দাবি করে।
এ ধরনের ন্যাক্কারজনক ও অপরাধমূলক তৎপরতার কারনেই র্যাব তাকে গ্রেফতার করে।
গত ১৯ অক্টোবর বাংলানিউজের ওয়েব সাইট হ্যাক করার চেষ্টা শুরু করে আবদুল্লাহ ফাহাদ। বাংলানিউজের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং নিজস্ব আইটি টিম ও খ্যাতিমান আইটি বিশেষজ্ঞদের দক্ষতার কারণে সাইট হ্যাক করা ছিলো অসম্ভব। তবে উপর্যুপরি ডি-ডজ অ্যাটাকের মাধ্যমে সাইটকে ব্যস্ত রাখতে থাকে। এতে বাংলানিউজের নিয়মিত পাঠকরা কখনো কখনো সাইট পড়তে ব্যর্থ হন।
এর পাশাপাশি আবদুল্লাহ ফাহাদ sawme@openmailbox.org এই ই-মেইল থেকেই বাংলানিউজকে মেইল করে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। বাংলানিউজ এ বিষয়ে ভাটারা থানায় সাধারণ ডায়েরি ও র্যাব সদর দফতরে অভিযোগ দায়ের করে। তারই ভিত্তিতে ২৭ অক্টোবর সকালে আবদুল্লাহ ফাহাদকে অাটক করে র্যাব-৪। পরে তথ্য প্রযুক্তি আইনে বাংলানিউজের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ফাহাদকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় বুধবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময় ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমএমকে
** দু’দিনের রিমান্ডে চাঁদাবাজ হ্যাকার ফাহাদ