ঢাকা: রাজধানীর স্বামীবাগে ‘ঘরোয়া’ হোটেলের এক কর্মচারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এর মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই হোটেলের ম্যানেজারকে আটকও করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে স্বামীবাগের মিতালী স্কুল গলির একটি মেসে এ ঘটনা ঘটে। নিহত হোটেল কর্মচারীর নাম রিয়াদ (১৭)। তিনি ‘ঘরোয়া’ নামের একটি হোটেলে কাজ করতেন।
নিহত রিয়াজ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আতিলা গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে। ঘরোয়া হোটেলের অন্যান্য কর্মচারীর সঙ্গে তিনি মিতালী স্কুল গলির ওই মেসে বাস করতেন।
এ ব্যাপারে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক হোটেল কর্মচারীদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, একটি মোবাইল ও দেড় হাজার টাকা খোয়া যাওয়ার ঘটনায় রিয়াজকে সন্দেহ করেন হোটেল মালিক সোহেল। রাত ১টার দিকে তিনি মেসে গিয়ে তাকে গুলি করেন। মুখে গুলিবিদ্ধ অবস্থায় সহকর্মীরা রিয়াজকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
আব্দুল মালেক আরও জানান, এ ঘটনায় হোটেল ম্যানেজার শফিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এজেডএস/আরএইচ