ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পানির চাহিদা বাড়ছে। ভবিষ্যৎ চাহিদা বাড়ানোর জন্য তাই বিভিন্ন এলাকায় পানি শোধনাগার স্থাপন করা হচ্ছে।
সংশ্লিষ্টদের সিস্টেম লস কমানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সীমিত আকারে পানি ব্যবহার ও পানির সাশ্রয় করতেও জনগণের প্রতি আহবান জানান শেখ হাসিনা। তিনি বলেন, পানির কল খুলে রেখে প্রতিদিন সকালে দাড়ি সেভ করে অনেক পানির অপচয় করা হয়। এটি না করে পানি সাশ্রয় ও পানির অপব্যবহার রোধ করা সম্ভব।
ঢাকার চারপাশের নদীগুলোতে ড্রেজিং করে পানিপ্রবাহ নির্বিঘ্ন রাখা, বৃষ্টির পানির যথাযথ ব্যবহারসহ পানির সরবরাহ বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জে নির্মাণাধীন পদ্মার পানি শোধনাগার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
ঢাকাবাসীর বিশুদ্ধ খাবার পানির চাহিদা পূরণে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
নতুন প্রযুক্তি স্কেডা ব্যবহার করে রাজধানীর সোনারগাঁ হোটেল থেকে সরাসরি প্রকল্প এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এটিই দেশে প্রধানমন্ত্রীর প্রথম স্কেডা প্রযুক্তির মাধ্যমে ভিডিও কনফারেন্স।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়ায় এ 'পদ্মা পানি শোধনাগার' নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকায় প্রতিদিন ৪৫ কোটি লিটার বিশুদ্ধ খাবার পানি ৩৫ লাখ মানুষের মাঝে সরবরাহ করা সম্ভব হবে। ইতিমধ্যেই প্রকল্পের মাটি ভরাট, সার্ভে ওয়ার্ক, কার্যক্রম পরিচালনার স্থাপনা, রাস্তা নির্মাণ এবং ১৭ হাজার মিটার পাইপ আনাসহ ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিফলক উন্মোচনের মধ্য দিয়েই পুরোদমে শুরু হবে এর কাজ।
সংশ্লিষ্টরা জানান, ৪২ মাস মেয়াদি এ প্রকল্পের ডিপিপি অনুমোদন হয় ২০১৩ সালের ৮ অক্টোবর। ৩ হাজার ৫০৯ কোটি টাকার এই প্রকল্পে দেশীয় অর্থ এক হাজার ৯৫ কোটি টাকা। বাকি দুই হাজার ৪১৪ কোটি টাকার বিদেশি ঋণ রয়েছে। ইতিমধ্যে এ কাজের ব্যাপারে ঢাকা ওয়াসার সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। লৌহজং উপজেলার পদ্মা পাড়ের যশলদিয়ায় ৯০ একর জমির মধ্যে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ এ পানি শোধনাগার। প্রকল্পের অংশ হিসেবে ঢাকার কেরাণীগঞ্জে ১২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এটি হচ্ছে প্রথম ফেজ। এর পাশেই শিগগির শুরু হবে দ্বিতীয় ফেসের কাজ।
প্রকল্পটির মধ্যে রয়েছে ট্রিটমেন্ট প্লান্ট, বুস্টার স্টেশন, দুই হাজার মিলিমিটার ব্যাসের ৩৩ কিলোমিটার ট্রান্সমিশন লাইন নির্মাণ এবং ইনটেক অবকাঠামো নির্মাণ। এটিই দেশের সবচেয়ে বড় পানি শোধনাগার মেগা প্রকল্প।
সাইফুল হাসান জানান, লৌহজংয়ের যশলদিয়ায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন প্রযুক্তি স্কেডা ব্যবহার করে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের বাইরে সোনারগাঁ হোটেল থেকে সরাসরি প্রকল্প এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করবেন। এটিই হবে দেশে প্রধানমন্ত্রীর প্রথম স্কেডা প্রযুক্তির মাধ্যমে ভিডিও কনফারেন্স।
সরেজমিনে লৌহজংয়ের যশলদিয়ায় প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কালেকুজ্জামানসহ ব্যস্ততম সময় কাটাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কম্পানি কর্মকর্তা, ঢাকা ওয়াসার কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা এবং স্কেডা প্রযুক্তি কম্পানি 'অপটিম্যান ট্রাক অটোমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পানির (ওটিএই) লোকজন। তৈরি করা হয়েছে ডিজিটাল ভিত্তিফলক। নতুন প্রযুক্তি স্কেডা ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল সোনারগাঁ বসে ভিত্তি ফলকের বোতাম চাপবেন আর ফলকের পর্দা উম্মোচন হবে প্রকল্প এলাকা লৌহজংয়ের যশলদিয়ায়। এমনটিই জানিয়েছেন ওটিএই'র একজন কর্মকর্তা। ভিত্তিফলক উম্মোচনের এ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) পাঁচটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়ায় এ 'পদ্মা পানি শোধনাগার' নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকায় প্রতিদিন ৪৫ কোটি লিটার বিশুদ্ধ খাবার পানি ৩৫ লাখ মানুষের মাঝে সরবরাহ করা সম্ভব হবে। ইতিমধ্যেই প্রকল্পের মাটি ভরাট, সার্ভে ওয়ার্ক, কার্যক্রম পরিচালনার স্থাপনা, রাস্তা নির্মাণ এবং ১৭ হাজার মিটার পাইপ আনাসহ ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিফলক উন্মোচনের মধ্য দিয়েই পুরোদমে শুরু হবে এর কাজ।
৪২ মাস মেয়াদি এ প্রকল্পের ডিপিপি অনুমোদন হয় ২০১৩ সালের ৮ অক্টোবর। ৩ হাজার ৫০৯ কোটি টাকার এই প্রকল্পে দেশীয় অর্থ এক হাজার ৯৫ কোটি টাকা। বাকি দুই হাজার ৪১৪ কোটি টাকার বিদেশি ঋণ রয়েছে। ইতিমধ্যে এ কাজের ব্যাপারে ঢাকা ওয়াসার সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। লৌহজং উপজেলার পদ্মা পাড়ের যশলদিয়ায় ৯০ একর জমির মধ্যে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ এ পানি শোধনাগার। প্রকল্পের অংশ হিসেবে ঢাকার কেরাণীগঞ্জে ১২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এটি হচ্ছে প্রথম ফেজ। এর পাশেই শিগগির শুরু হবে দ্বিতীয় ফেসের কাজ।
প্রকল্প পরিচালক (পিডি) ইঞ্জিনিয়ার মো. বজলুর রহমান জানান, প্রকল্পটির মধ্যে রয়েছে ট্রিটমেন্ট প্লান্ট, বুস্টার স্টেশন, দুই হাজার মিলিমিটার ব্যাসের ৩৩ কিলোমিটার ট্রান্সমিশন লাইন নির্মাণ এবং ইনটেক অবকাঠামো নির্মাণ।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল গতকাল প্রকল্প পরিদর্শন শেষে জানান, ভিডিও কনফারেন্সের সব আয়োজন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। স্বাধানীতার পর এটিই হবে সবচেয়ে বড় পানি শোধনাগার মেগা প্রকল্প। - See more at: http://www.kalerkantho.com/online/national/2015/10/28/284071#sthash.ZWdcgReF.dpuf
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমইউএম/এএসআর
** পদ্মার পানি শোধনাগার নির্মাণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী