ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে বিদেশি মদসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
সুন্দরগঞ্জে বিদেশি মদসহ আটক ২

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের লালচামার ঘাট এলাকা থেকে ২২ বোতল বিদেশি মদসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-উপজেলার ভাটিকাপাসিয়ার দালালপাড়ার ফজলার রহমানের ছেলে তারা মেকার (৪৫) ও ভাটিকাপাসিয়ার ওয়াপদা বাঁধ এলাকার আব্দুল আউয়ালের ছেলে জাহিদুল ইসলাম (৪০)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালচামার ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময়  ২২ বোতল মদ (অফিসার্স চয়েজ) পাওয়ায় ওই দু’জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।