বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে ফেরার সময় ১৩ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত মধ্যরাতে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকায় তাদের আটক করা হয়।
পুটখালী বিজিবির ২৩ ব্যাটেলিয়ন ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, এক অভিযানে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে এ সময় কোনো মানবপাচারকারী আটক করা যায়নি।
আটকেরা হলেন-হিরণ কাজী (৩৫), সাজেদা (২৫), রতন মন্ডল (২০), বিশ্বজিৎ (২৩), কুলসুম (৩৫), রফিকুল ইসলাম (৫৫), রূপম শিকদার (৪৫), রুমা (৪০), আকাশ (১৮), মহাদেব কর্মকার (১৮), আব্দুর রহমান (২০), মুখলেস (২৭) ও আফজেল হোসেন (২৩)। তাদের সবার বাড়ি রাজশাহী, খুলনা ও নড়াইল জেলায়।
এদিকে, বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
টিআই