গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাপের কামড়ে দুলাল মিয়া (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে মুমূর্ষু অবস্থায় দুলালকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এর আগে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পারবর্তীপুর (জামালপুর) গ্রামে দুলালকে সাপে কামড় দেয়।
স্থানীয়রা জানায়, দুলাল রাতে মোবাইল হাতে নিয়ে বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাটি করছিলো। এ সময় তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। প্রাথমিকভাবে ওঁঝা ও কবিরাজ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মহসিন আলী বাংলানিউজকে জানান, দুলাল মিয়া ওই গ্রামের দুদু মিয়ার ছেলে। সে স্থানীয় সনদয়িল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
টিআই