ঢাকা: সংশোধিত শ্রম আইন শ্রমিকদের স্বার্থবিরোধী বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। একইসঙ্গে এ আইনের বিধিমালা সংশোধনের দাবি জানানো হয়।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি জানান।
ইমারত নির্মাণ ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউপি) এর আয়োজন করে।
শ্রমিক নেতারা বলেন, ন্যায্য অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন ও বিধি প্রণয়ন, ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে শ্রমিকরা দীর্ঘদিন আন্দোলন করে আসছে।
পরিতাপের বিষয়, সরকার ২০০৬ সালে প্রণীত শ্রম আইন ২০১৩ সালে সংশোধন করে। ২০১৫ সালে শ্রম বিধিমালা প্রণয়ন করে। বিধিমালায় শ্রমিকদের অধিকার ও স্বার্থ না দেখে মালিকদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, যে আইন ও বিধিমালা প্রণয়ন করা হয়েছে তা সংবিধানের ১৪ নম্বর ধারা ও আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮-এর সঙ্গে সাংঘর্ষিক।
বিধিমালার সংজ্ঞায় প্রশাসনিক ও তদারকি কর্মকর্তা যুক্ত করার মাধ্যমে প্রকৃত শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া বিধিমালার অনেকাংশে শ্রমিকদের দেওয়া প্রস্তাব গ্রহণ করা হয়নি।
অবিলম্বে আইন ও বিধিমালা সংশোধনের জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বিটিইউ’র সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলামসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরইউ/এএ