বগুড়া: বগুড়ায় উপজেলা পরিষদে ন্যাস্ত দফতরগুলোর কর্মকর্তাদের বেতন ভাতার বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস জেলা শাখার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক কৃষিবিদ চণ্ডীদাস কুণ্ডু, জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব নান্নু, সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামস-উল-আলম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রেজাউল আলম জুয়েল, সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউজ্জামান, আইইবি জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী নাঈম উদ্দিন মিয়া, পরিবার পরিকল্পনা’র উপ-পরিচালক ডা. ওয়াজিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল বাসার, মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. সামির হোসেন মিশু, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, বায়েজীদ রব্বানী বাহালুল, কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, মুশিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমবিএইচ/জেডএস।