ঢাকা: দুই বিদেশি হত্যাকাণ্ডে জড়িত বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ছাড়াও সন্দেহের তালিকায় আরো রাজনীতিবিদ রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় ‘বড়ভাই’সহ রাজনীতিবিদরা জড়িত বলে মন্তব্য করেছিলেন মন্ত্রী। রাতে সংবাদমাধ্যকে তিনি জানান, বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম সন্দেহের তালিকায় রয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পত্রিকায় নাম এসেছে বিএনপি নেতা কাইয়ুমের। তিনি সন্দেহের তালিকায় রয়েছেন। শুধু কাইয়ুম নয়, সন্দেহের তালিকায় রয়েছেন আরও নেতা।
মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য ২০১৪ সালে নির্বাচন ঘিরে যেভাবে বিচ্ছিন্ন কার্যক্রম শুরু করা হয়েছিল, সেটা আবার সংগঠিত হচ্ছে। ২০১৪ সালের মতো এসব দমনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, আমরা আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছি, এটা অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করছি। জঙ্গি-সন্ত্রাসী কার্যক্রমে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫/আপডেট: ১৫২০
এসএমএ/এএ
** ‘উদ্বিগ্ন হলে কূটনীতিকরা অবস্থান করছেন কীভাবে?’
** নতুন বছরের শুরুতেই মাদকবিরোধী বিশেষ অভিযান