বাগেরহাট: বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে আবু সাঈদ চাকলাদার (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আসামির উপস্থিতিতে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান এ রায় দেন।
আবু সাঈদ জেলার রামপাল উপজেলার আব্দুল হাকিম চাকলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে আবু সাঈদ প্রায়ই তার স্ত্রী রুনা খাতুনকে (২৮) মারধর করতেন। রুনা একই উপজেলার বি চাকশ্রী গ্রামের শেখ হেকমত আলীর মেয়ে। ২০১২ সালের ৭ জানুয়ারি রাতে আবু সাঈদ তার স্ত্রীকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন তিনি। খবর পেয়ে রামপাল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং অপমৃত্যু মামলা করে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার প্রমাণ পাওয়ায় পরে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। এতে আবু সাঈদ, তার বাবা ও বোনসহ পাঁচজনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রামপাল থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) মারফত আলী তদন্ত শেষে ২০১২ সালের ২৩ মে শুধু আবু সাঈদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। এর ভিত্তিতে নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ দণ্ডাদেশ দেন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মাহাবুবুর রহমান লাবু।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআই