ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভাওয়াইয়া অঙ্গনের গানের স্কুলের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
রাজধানীতে ভাওয়াইয়া অঙ্গনের গানের স্কুলের যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  ২৭ অক্টোবর ভাওয়াইয়া সম্রাট ও কিংবদন্তী লোকশিল্পী আব্বাসউদ্দীন আহমদের ১১৪ তম জন্মবার্ষিকীতে পুনরায় ভাওয়াইয়া গান শেখানোর স্কুলের কার্যক্রম শুরু করলো ভাওয়াইয়া অঙ্গন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর সোবহানবাগে সংগঠনটির কার্যালয়ে ভাওয়াইয়া গানের স্কুলের কার্যক্রমের উদ্বোধন করেন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,  ভাওয়াইয়া শিল্পী, গীতিকার, সুরকার ও বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক একেএম মোস্তাফিজুর রহমান।



স্কুল উদ্বোধনের পর ভাওয়াইয়া গানে হাতে খড়ি দেয়া হয় ক্ষুদে শিল্পী সুমাইয়া সরকার শিমুকে। ভাওয়াইয়া শিল্পী মনিফা মোস্তাফিজ মনকে দোতরায় হাতে খড়ি দেন মোকাদ্দেস আলী।

ভাওয়াইয়া আসরে ভাওয়াইয়া পরিবেশন করেন ভাওয়াইয়া শিল্পী ক্লোজ আপ তারকা সাজু আহমেদ, লুতু সরকার, সালমা মোস্তাফিজ, সাহস মোস্তাফিজ এবং মনিফা মোস্তাফিজ। দোতরা বাজিয়ে শোনান প্রখ্যাত দোতরা বাদক মো. মোকাদ্দেস আলী। তবলার লহর বাজান রাজীব।

ভাওয়াইয়া অঙ্গন, ঢাকা বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী সংগীত ভাওয়াইয়ার চর্চা, গবেষণা, সংরক্ষণ এর জন্য ২০০৫ সাল থেকে নিবেদিতভাবে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটি ঢাকা ও রংপুরে একযোগে কাজ করছে। ২০০৫ সালের ৮ এপ্রিল প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে ভাওয়াইয়া অঙ্গন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলেও স্কুল পরিচালনার জায়গার অভাবে কার্যক্রমটি সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয়েছিলো ২০১০ সালে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।