বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
হরিনাথপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার বাহার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রলার থেকে বিক্রির জন্য আনা ১৯ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান কন্টিনজেন্ট কমান্ডার।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমজেড