ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হিজলায় ১০ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
হিজলায় ১০ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।



হরিনাথপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার বাহার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রলার থেকে বিক্রির জন্য আনা ১৯ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান কন্টিনজেন্ট কমান্ডার।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।