শ্রীমঙ্গল (মৌলভীবাজার): সরকারি শিশু পরিবারের প্রায় শতাধিক শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের নামি খাবার প্রতিষ্ঠান কুটুমবাড়ির উদ্যোগে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক বিরাজ সেন তরুণ, কুটুমবাড়ির পরিচালক রাজর্ষি ধর রাজন, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. আবদুল মান্নান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর আবদুস সালাম, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ প্রমুখ।
৬ থেকে ১৭ বছর বয়সের প্রায় ৯৮টি অনাথ শিশু-কিশোর এবং কিশোরী এখানে অবস্থান করে সম্পূর্ণ বিনা খরচে তাদের দৈনিক পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বিবিবি/এএ