রাজশাহী: আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সব ক্যাডার এবং ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস সমন্বয় কমিটি। জেলার পবা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় এ কর্মসূচি পালিত হয়।
বুধবার (২৮ অক্টোবর) রাজশাহীর পবা উপজেলা পরিষদের সামনে কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বিসিএস সমন্বয় কমিটির জেলা সভাপতি ও পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহেদ আলী বক্তব্য রাখেন।
তিনি বলেন, উপজেলা পরিষদে ইউএনওর কর্তৃত্ব বাতিল করে জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন ও জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করতে হবে। বিসিএস ক্যাডার হওয়ার পরেও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর ও অযাচিত নিয়ন্ত্রণ সহ্য করতে হচ্ছে তাদের।
সাহেদ আলী আরও বলেন, উপজেলা পর্যায়ের অনেক কর্মকর্তা পদমর্যাদা ও বেতন স্কেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়ে সিনিয়র। কিন্তু একজন জুনিয়র কর্মকর্তা সিনিয়র কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করা সরকারের প্রশাসনিক রীতিরপন্থি।
এ ব্যাপারে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য পবা উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মঞ্জুরে শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিজাউল হক চৌধুরীসহ আরও অনেকে।
অপরদিকে ছয় দফা দাবিতে পুঠিয়ায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- বিসিএস সমন্বয় কমিটির পুঠিয়া শাখার সভাপতি ও পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য, সদস্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।
রাজশাহীর চারঘাট উপজেলায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, চারঘাট শাখার সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ফেরদৌস, সদস্য প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন, কৃষি কর্মকর্তা আবু জাফর সাদেক, ডা. শহিদুল ইসলাম রবিন, ডা. নাহার প্রমুখ।
এছাড়া রাজশাহীর বাঘা উপজেলায়ও একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস/এমজেএফ/