ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জাল ভোট দেওয়ার চেষ্টায় যুবকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জাল ভোট দেওয়ার চেষ্টায় যুবকের জরিমানা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় শাহিন আলম নামে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান এ আদেশ দেন।



শাহিনুজ্জামান গাড়াবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে ও মেহেরপুর পৌর কলেজের ছাত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিকেলে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় শাহিনকে আটক করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান বাংলানিউজকে জানান, পরিচয় গোপন করে অন্যের ভোট দেওয়ার চেষ্টার অপরাধে তার জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।