নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জলপাই গাছ থেকে পড়ে দুলু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়নখাল সরকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলু মিয়া নয়নখাল সরকারপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
বাহাগিলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে জলপাই গাছে উঠে জলপাই পাড়ার সময় ডাল ভেঙে মাটিতে পড়ে যান দুলু মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমজেড