ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশি নাগরিক হত্যা ষড়যন্ত্রের অংশ: আইজিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বিদেশি নাগরিক হত্যা ষড়যন্ত্রের অংশ: আইজিপি

গাজীপুর: বিদেশি নাগরিক হত্যা ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, যেকোনো মানুষ এটি বুঝতে ভুল করবে না।

এ ব্যাপারে তদন্তে কিছুটা প্রমাণ হয়েছে। বাকি তদন্ত শেষে জনসম্মুখে তা উপস্থাপন করা হবে।
 
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় গাজীপুর পুলিশ লাইনে কমিউনিটি পুলিশের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
 
তিনি বলেন, জনগণের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ ছাড়া সাধারণ মানুষের দুঃখ বোঝা সম্ভব নয়। প্রতিটি কমিউনিটি পুলিশ তাদের নিজ কমিউনিটিতে সমস্যা চিহ্নিত করবে। পরে পুলিশের সাথে ওই কমিউনিটির পুলিশ সদস্যরা আন্তঃ যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধান করবে। সামাজিক দায়িত্ববোধ ও নিজের সন্তানে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কমিউনিটি পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, যেসব ওসি জনগণকে মূল্যায়ন করবে না, গণমুখী কার্যক্রমে থাকবে না তাদের থানার ওসি করা হবে না।

জনগণকে ভারপ্রাপ্ত ক্ষমতার দাপট না দেখিয়ে প্রকৃত সম্মান দেখানোর অনুরোধ জানান শহীদুল হক।
 
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) মাহফুজুল হক নূরুজ্জামান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রম‍ুখ বক্তব্য দেন।
 
সবশেষে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, রবি চৌধুরীসহ বেতার টিভি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।