ঢাকা: লাইসেন্সবিহীন ড্রাইভিং ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি গাড়ি ২৬টি মামলাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ক্রসিংয়ের কাছে ও বঙ্গভবনের সামনে পৃথক দু’টি অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক কন্ট্রোল বিভাগের অপারেটর কামরুল ইসলাম।
তিনি জানান, বিভিন্ন গাড়ির চালককে নানা অভিযোগে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট ২৬টি মামলা দায়ের করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তিনটি গাড়ির চালকের কাগজপত্র ও চারটি গাড়ি জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এএসআর