ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীর কাথুলি ইউপি উপনির্বাচন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
গাংনীর কাথুলি ইউপি উপনির্বাচন সম্পন্ন

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান রানা বিজয়ী হয়েছেন।

তালগাছ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ৪ হাজার ৮১৯ ভোট।

তার নিকটতম প্রার্থী প্রয়াত চেয়ারম্যানের ছেলে সিহাব আলী দুটি পাতা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৫ ভোট।

বিএনপি সমর্থিত জিয়াদ আলী অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৬ ভোট। অপর প্রার্থীদের মধ্যে আতিয়ার রহমান টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৩৭ ভোট ও আরশেদ আলী ফ্রিজ প্রতীকে পেয়েছেন ৬০১ ভোট।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচনের রির্টানিং অফিসার মুহাম্মদ সারোয়ার এ ফল ঘোষণা করেন।

কাথুলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৫৩ জন। এদের মধ্যে ৭ হাজর ৫৫৯ জন পুরুষ ও ৭ হাজার ৯৯৪ জন নারী ভোটার।

চলতি বছরের ২৮ আগস্ট কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান কাবুল হোসেনের মৃত্যুতে চেয়ারম্যান পদ শুন্য হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।