মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান রানা বিজয়ী হয়েছেন।
তালগাছ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ৪ হাজার ৮১৯ ভোট।
বিএনপি সমর্থিত জিয়াদ আলী অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৬ ভোট। অপর প্রার্থীদের মধ্যে আতিয়ার রহমান টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৩৭ ভোট ও আরশেদ আলী ফ্রিজ প্রতীকে পেয়েছেন ৬০১ ভোট।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচনের রির্টানিং অফিসার মুহাম্মদ সারোয়ার এ ফল ঘোষণা করেন।
কাথুলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৫৩ জন। এদের মধ্যে ৭ হাজর ৫৫৯ জন পুরুষ ও ৭ হাজার ৯৯৪ জন নারী ভোটার।
চলতি বছরের ২৮ আগস্ট কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান কাবুল হোসেনের মৃত্যুতে চেয়ারম্যান পদ শুন্য হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআর