ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লক্ষ্মীমোড়া গ্রামে জমি চাষ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের সাঈদ আলম ও জলফু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
এতে দুই নারীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রামবাসীর বরাত দিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বাংলানিউজকে জানান, ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ করা নিয়ে সাঈদ ও জলফু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসআর