ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শিবু হরিজন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া, মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়েছে।


 
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না এ আদেশ দেন।
 
জরিমানার দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শোকলাল দাস (৫০), কাদির মিয়া (৫০), এলাহী মিয়া (৫০) ও কালাম মিয়া (৪০)।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শহরের পৌরসভা কার্যালয়ের পাশের সুইপার কলোনি থেকে এক ব্যবসায়ীসহ চার মাদকসেবীকে আটক করা হয়।  
 
বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে মাদক ব্যবসায়ী শিবুকে এক বছরের কারাদণ্ড ও আটক চার মাদকসেবীকে পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।