ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুনিদের ধরতে সিসি ফুটেজ সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
খুনিদের ধরতে সিসি ফুটেজ সংগ্রহ ফয়সাল আরেফিন দীপন

ঢাকা: শাহবাগ অজিজ মার্কেটের সাতটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাখা হয়েছে, যা জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের খুনিদের ধরতে কাজে আসবে বলে মনে করছেন মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোরসালিন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশ তদন্ত শুরু করলে ফুটেজ পাবে। যারা ওই স্টলে প্রবেশ করেছিল ফুটেজে তারা সবাই ধরা পড়েছে।

এদিকে, নিহত দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বাংলানিউজকে বলেন, আমরা দুপুরে টেলিভিশনে শুদ্ধস্বরের প্রকাশকের ওপর হামলার খবর পেয়ে দীপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। ছেলের বউও যোগাযোগ করেন। কিন্তু কেউই তাকে পাচ্ছিলেন না। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ওর স্ত্রীসহ আমরা এসে দেখি রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে।

এদিকে, দীপনের স্ত্রী ঢাবির মেডিকেলের সিনিয়র মেডিকেল অফিসার রাজিয়া রহমান। তার ছেলে রিদান ফারহান। রোববার থেকে যার জেএসসি পরীক্ষা শুরু। মেয়ে রিদমা ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সন্ধ্যায় ঢামেক হাসপাতালে আসেন। সেখানে মরদেহ দেখে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এনএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।